সিলেটে খাদ্য সংকটে থাকা প্রাণীদের পাশে সিডাব

সিলেটে কঠোর লঘডাউনে সাধারণ মানুষের চলাচল সীমিত হয়ে পড়ায় কিছুটা খাদ্য সংকটে রয়েছে মাজার কেন্দ্রিক জীবন-যাপনকারী প্রাণীরা। বিশেষ করে হযরত শাহজালাল (রহ.) দরগাহের গজার মাছ ও কবুতর এবং হযরত চাষনী পীর (রহ.) মাজোরের বানররা পর্যাপ্ত খাবার পাচ্ছে না। এসব প্রাণীদের জীবন রক্ষায় হাত বাড়িয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা সিডাব। আজ সোমবার (৫ জুলাই) সিডাবের চেয়ারম্যান সোলেমান হোসেনের তত্ত¡াবধানে দু’টি মাজারে থাকা প্রাণীদের মধ্যে খাদ্য প্রদান করা হয়। খদ্য দ্রব্যের মধ্যে ছিল ধান, ছোট মাছ ও কলা। এর মধ্যে দুপুরে হযরত শাহজালাল (রহ.) দরগাহের কবুতর ও পুকুরে থাকা গজার মাছকে খাদ্য প্রদান … Continue reading সিলেটে খাদ্য সংকটে থাকা প্রাণীদের পাশে সিডাব